Disclaimer

 ১। অদম্য কণ্ঠে প্রকাশিত যেকোনো ধরনের তথ্য বা প্রতিবেদনের একমাত্র সত্তা অধিকারী অদম্য কণ্ঠের এডমিন বা প্রতিষ্ঠাতা। এখান থেকে কোন প্রকার তথ্য বা প্রতিবেদন আপনি কপি করার অধিকার রাখেন না বা সামান্য পরিমাণ তথ্য কেউ কপি করার চেষ্টা করবেন না যার সম্পূর্ণ নিষিদ্ধ। তবে যদি কোন অংশ আপনার প্রয়োজনের ক্ষেত্রে সেই প্রতিবেদন থেকে কপি করার প্রয়োজন পড়ে তাহলে অদম্য কণ্ঠ ওয়েবসাইটের DuFollow লিংকটি যুক্ত করে তার ক্রেডিট উল্লেখ করতে হবে। 

২। অদম্য কণ্ঠ এর বিভিন্ন আর্টিকেল বা প্রতিবেদন বিভিন্ন ভাষার যেমন ইংরেজি, হিন্দি, সংস্কৃত, উর্দু ইত্যাদি ভাষা থেকে অনুবাদ করে নিজের মত করে প্রকাশ করা হয়। তবে আপনি যদি সেই আর্টিকেলের স্বত্বাধিকারী হয়ে থাকেন আর আপনি যদি এই বিষয়টি না চান তাহলে অদম্য কণ্ঠ এর ওয়েবসাইটের এডমিনকে জানাতে পারেন। 

৪। যেহেতু অদম্য কণ্ঠ এই ওয়েবসাইটে বিভিন্ন প্রতিবেদক কাজ করে থাকে সেক্ষেত্রে আমাদের যে কোন ব্লক পোস্ট বা প্রতিবেদনে যদি বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে লিখে রাখে এবং সেখানে যদি ক্রেডিট উল্লেখ না করে দেয় বা এর ব্যতিক্রম কিছু ঘটে তাহলে অবশ্যই আপনি অদম্য কণ্ঠ এর এডমিনকে জানাবেন তাহলে আমরা সেই বিষয়টিকে সমাধান করার চেষ্টা করব। 

আমাদের ওয়েবসাইটের ডিসক্লাইমার পড়ার জন্য আপনাকে অসংখ্য ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। 

0 coment rios: