মোবাইল দিয়ে ছবি এডিট। ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড Apps

প্রিয় গ্রাহক, আপনিও কি মোবাইল দিয়ে ছবিটি করতে চাচ্ছেন? আপনি কি মোবাইল দিয়ে ছবি এডিট করার অ্যাপস গুলো খুঁজছেন? আপনি কি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কথা ভাবছেন? তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য। আমরা সবাই ছবি তুলে থাকি। সেই ছবি কোন জায়গায় আপলোড দেওয়ার আগে একটু আকটু এডিট করেই যেন ছবিটি দেখতে সুন্দর ও আকর্ষণীয় লাগে।

মোবাইল দিয়ে ছবি এডিট  ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড apps

কিন্তু ছবি এডিট করার জন্য ভালো অ্যাপ্লিকেশন খুঁজে না পেয়ে ভালো মতো ছবি ডিলিট করতে পারি না। এই সমস্যার কথা ভেবে আজকে এই পোস্টে মোবাইল দিয়ে কিভাবে ছবি এডিট করে এবং মোবাইল দিয়ে ছবি এড করার কয়েকটি সেরা অ্যাপ নিয়ে আলোচনা করব।


আর পাশেই অ্যাপসগুলো ডাউনলোড করার লিংক থাকবে। আজকের এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়লে আপনিও আজ থেকে ভালো ছবি এডিট করতে পারবেন। চলুন তাহলে জেনে আসি ছবির এডিটের জন্য কয়েকটি সেরা মোবাইল অ্যাপ ও তার ডিটেলস।

আরো পড়ুনঃ ফেসবুক মার্কেটিং কিভাবে করে

প্রথমেই রয়েছে Snapseed app

মোবাইলে ফটো এডিটিং অ্যাপ্লিকেশনের জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যাপসটি হলো Snapseed app। এটা গুগলের তৈরি একটি অ্যাপ্লিকেশন যা দিয়ে মোবাইলে হাই রেজুলেশনের ফটো এডিটি করা যায়। যেকোনো ছবির রেজুলেশন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে।

এ অ্যাপসটি ইউজার ফ্রেন্ডলি হওয়ার কারণে মোবাইলে খুব সুন্দরভাবে ব্যবহার করা যায়। ছবি অধিকতর সুন্দর ও আকর্ষণীয় করার জন্য রয়েছে Selective filter brush, Tune image, Crop, White Balance, Lens Blur, Glamour Glow, Frames, Face Enhance, Face Pose, Curves টুলস।

এ ছাড়াও এর মধ্যে রয়েছে আরো 29 টি টুলস ও ফিল্টার। যেহেতু এটি google এর একটি অ্যাপ্লিকেশন। এর জন্য এর চেয়ে বেশি কিছু বলার নেই।

এরপরে রয়েছেAdobe photoshop express

এডিটিং জগতের জনপ্রিয় সেরা প্রতিষ্ঠান হল এডোবি। Adobe ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ছাড়াও ফটো এডিটিং অ্যাপ্লিকেশন ও তৈরি করেছেন। ২০২১ সালে সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় মোবাইল ফটো এডিটিং সফটওয়্যার হিসেবে জনপ্রিয়তা লাভ করে। এই অ্যাপটি এখন পর্যন্ত 100+ মিলিয়ন মানুষ ব্যবহার করেছেন।

আরো পড়ুনঃ ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড কিভাবে ডাউনলোড করবো

এই অ্যাপটিও আপনি খুব সহজে প্লে স্টোরে পেয়ে যাবেন একদম ফ্রিতে। এ অ্যাপসটিও মোবাইল ইউজার ফ্রেন্ডলি হওয়ার কারণে খুব সহজেই ব্যবহার করা যায়। এই অ্যাপ্লিকেশনে অনেকগুলো সুবিধা ও স্পেশাল ফিচার রয়েছে, সেগুলো হলোঃ অন টাচ ফিল্টারিং, অটো ফিল্টারিং, ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার, স্লিপিং, রোডেটিং, স্লিপিং এছাড়াও উন্নত মানের ফাইটো রেন্ডারিং স্কিন রয়েছে যা সহজে ছবির দাগ তুলতে সক্ষম।

এরপরে রয়েছে AirBrush

ছবি এডিট করার জন্য মোবাইল অ্যাপ্লিকেশন এর মধ্যে সবচেয়ে উন্নত হলো Air Brush। আমাদের ছবির অধিক আকর্ষণীয় বানানোর জন্য Air Brush অ্যাপসটি খুবই প্রয়োজন। কারণ ছবি এডিটিং এর ছোট ছোট কাজগুলো এই অ্যাপটি দিয়ে সহজেই করা যায়।

এ ছাড়াও perfect & smooth skin, Whiten Teeth, Brighten Eyes, blemish , pimple remover এগুলো তো থাকছেই। তাছাড়াও আরো অনেক ফিল্টার আছে যা দিয়ে আপনার ছবি অনেক আকর্ষণীয় ও অ্যাটাকটিভ করে তুলবে পারবেন।

এরপরে আছে Pics Art

উপরের Snapseed অ্যাপ এর মতোই আকর্ষণীয় মোবাইল ফটো এডিটর অ্যাপস হলো Pics Art। এখানেও আপনারা অনেকগুলো ইফেক্ট বা টুলস পাবেন যা দিয়ে খুব সহজেই clone, add text & adjust curves, cutouts, crop, stretch কাজগুলো করতে পারবেন। এছাড়াও এই যে রয়েছে AI Power ইফেক্ট।

যা দিয়ে AI এর মতো ছবি এডিট করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটি প্রায় ৮৫ লক্ষ মানুষ ব্যবহার করেছে। এই যে আপনি খুব সহজে প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন।

সর্বশেষে আছে Photo Director

এই অ্যাপটি দিয়ে ছবি এডিট করার চেয়ে এর কোয়ালিটি কমানো, বাড়ানো এবং লুক এর পরিমাণ বাড়িয়ে আকর্ষণীয় করে তোলার এর প্রধান কাজ। এতেও আপনি বিভিন্ন ধরনের ছবি এডিটিং ইফেক্ট পেয়ে যাবেন। এছাড়াও অনেক ধরনের টুল আছে,

যেমনঃ filters, light effects, Brighten pictures, Collage maker, Photo fx, Color editing, HDR & layer editing। এগুলো ব্যবহার করে আপনার ছবির মান ও আকর্ষণীয় বাড়িয়ে নিন খুব সহজে। এই অ্যাপসটি প্রায় সাড়ে আট লাখ মানুষ ব্যবহার করেছেন। যা আপনি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন।

আরো পড়ুনঃ  ছবি এডিট করার সেরা ব্যাকগ্রাউন্ড Apps ২০২৪

লেখক কথা

প্রিয় পাঠক, উপরে কয়েকটি ফটো এডিটিং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এর বর্ণনা দিয়েছি আমি নিজে ব্যবহার করে। মোবাইল এ ছবি এডিটের জন্য এই অ্যাপসগুলো অনেক হেল্পফুল ও ইউজার ফ্রেন্ডলি। যা মোবাইল দিয়ে অনেক ভালো মনের ছবি এডিট করা যায়।

তবে এর জন্য আপনাকে সময় খেয়াল রাখতে হবে যাতে আপনার ছবি জুম করলে ফেটে না যায়। এই অবস্থায় আপনার ছবিগুলো এই অ্যাপ্লিকেশন গুলোর দিয়ে এডিট করলে অনেক ভালো ফলাফল। তো যাই হোক আজ এই পর্যন্ত।

ছবি এডিটিং নিয়ে আর কোন কিছু জানার থাকলে কিছু কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং আমাদের এই পোস্টটি পড়ে ভালো লাগলে আপনার কাছের লোকজন বা বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করতে পারেন।




SHARE THIS

Copy Url

Author:

HELPER NETWORK is a blog provide blogger templates for free Read More

0 coment rios: